শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আবদুল্লাহ আল নোমানের স্মরণে চট্টগ্রামে সভা ২ জুন, কমিটি গঠন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২২ মে ২০২৫ | ১০:১০ অপরাহ্ন


চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের স্মরণে আগামী ২ জুন এক স্মরণ সভার আয়োজন করেছে নাগরিক কমিটি। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে সোমবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এই স্মরণ সভা আয়োজনের জন্য চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নসরুল কদিরকে আহ্বায়ক, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজকে সদস্য সচিব এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিকে প্রধান সমন্বয়কারী করে ৫১ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২১ মে) এই কমিটি গঠন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কমিটিতে অন্যদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক ডা. খুরশীদ জামিল চৌধুরী, ডা. জসিম উদ্দিন, ডা. আব্বাস উদ্দীন, ডা. কামরুন নাহার দস্তগীর, ডা. সারোয়ার আলম, ডা. মেহেদী হাসান; সাংবাদিক মুস্তফা নঈম, মজুমদার নাজিম উদ্দিন, সোহাগ কুমার বিশ্বাস, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ আলী, হাসান মুকুল, কামরুল হুদা, জাহাঙ্গীর আলম, মো. রাসেল, এটিএম তোহা; প্রকৌশলী জানে আলম সেলিম, মনজারে আলম, সুমন, রফিকুন নবী, কামরুজ্জামান হাসান, বেলায়েত হোসেন, মোমেন; আইনজীবী মো. আলাউদ্দীন, জালাল আহমেদ পারভেজ; বিএনপি নেতা আলী আব্বাস, শিক্ষক নেতা আব্দুল হক, সমাজকর্মী সাথী উদয় কুসুম বড়ুয়া, লায়ন সালাহউদ্দিন আলী, তানভীর সোহেল, দিলসাদ আহমেদ এবং জিএমআইটির চেয়ারম্যান মো. কায়েস চৌধুরী প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, আবদুল্লাহ আল নোমানের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এই সভার মূল উদ্দেশ্য।