রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম বন্দর কাউকে দেওয়া হচ্ছে না, সংস্কার করা হচ্ছে: প্রেস সচিব

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ মে ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ন


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিয়ে দিচ্ছে না, বরং বন্দরটির আধুনিকায়ন ও সংস্কার করতে চাচ্ছে। বিশ্বের খ্যাতনামা বড় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় আসে এবং বিনিয়োগ করে, সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান তিনি।

রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি, তারা এখানে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।”

তিনি বন্দর সংস্কারের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে বন্দরের সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে।