রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ মে ২০২৫ | ১:৪৬ অপরাহ্ন


চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮শে মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন তিনি। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০শে মে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১শে মে ঢাকায় ফেরার কথা রয়েছে।