শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পদুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি, সভাপতি আরজু ইসলাম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ মে ২০২৫ | ৯:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সম্মীলনি বালিকা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চার সদস্যের একটি এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই কমিটিতে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হয়েছেন মো. আরজু ইসলাম।

রোববার (২৫ মে) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত একটি চিঠিতে পদুয়া সম্মীলনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে এই এডহক কমিটি অনুমোদন করা হলো, যা স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য কার্যকর থাকবে।

কমিটিতে পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ইকবাল হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. মনোয়ার কামালকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি মো. আরজু ইসলাম বলেন, “এই বিদ্যালয়ের সঙ্গে আমার আত্মিক এক টান রয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শুধু একটি পদ নয়, বরং এটি হলো আমার প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর আস্থা ও বিশ্বাসের প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, একটি বিদ্যালয় কেবল ভবনের নাম নয়; এটি একটি স্বপ্নের কারখানা। আমরা এই শিক্ষালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভেতরে সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার আলো জ্বালাতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করব। আমাদের লক্ষ্য হবে নৈতিকতা, মেধা ও মননের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখার লক্ষ্যে সাধারণত এডহক কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।