শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কারা নিহত হলেন ইরানে ইসরায়েলি হামলায়?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ১৩ জুন ২০২৫ | ২:২৬ অপরাহ্ন


ইরানে ইসরায়েলের চালানো ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডারসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একে একে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।

নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার গোলামালি রশীদ।

হামলায় দুজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। তারা হলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত মোহাম্মদ মাহদি তেহরানচি।

এছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও হামলায় গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।