রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পার্বত্য চট্টগ্রাম নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে ‘মৌলিক উদ্যোগের’ আশা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ জুন ২০২৫ | ৫:৫৭ অপরাহ্ন


অন্তর্বর্তী সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে অন্তত কিছু মৌলিক কার্যক্রমের উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তবে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮ বছর পার হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এবং ‘জুলাই বিপ্লবের’ পর পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন না ঘটায় হতাশা প্রকাশ করেছেন অন্য বক্তারা।

শুক্রবার (২০ জুন) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত ‘সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ও পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, “পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জনগোষ্ঠীর অধিকার হরণের ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদ ও আমলাদের মধ্যে একধরনের ঐকমত্য আছে। অন্তর্বর্তী সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে অন্তত মৌলিক কিছু কার্যক্রমের উদ্যোগ নেবে বলে আশা করি। কিন্তু তাদের পেছনের রাজনৈতিক শক্তির কাছে ‘আদিবাসী’ শব্দটি কতটা গ্রহণীয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এখানে চ্যালেঞ্জ অনেক বড়।”

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, “একটি দেশ কতটা সভ্য ও গণতান্ত্রিক, তা তার সংখ্যালঘুদের ভালো থাকার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র গোষ্ঠীরা ভালো নেই। পাহাড়ের জীববৈচিত্র্য ও সংস্কৃতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন করতেই হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত সরকারগুলোর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও তা তেমন আমলে নেওয়া হয়নি। সামরিক-বেসামরিক নানা বাধার কারণে গত ২৮ বছরেও এই চুক্তি বাস্তবায়ন হয়নি বলে তারা অভিযোগ করেন।

তারা পার্বত্য ভূমি বিরোধ কমিশনকে পুনরায় সক্রিয় করার এবং অন্তর্বর্তী সরকারকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।