শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল আলম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৩ জুন ২০২৫ | ৭:১৮ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে চার সদস্যের একটি অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, যাতে সভাপতির দায়িত্ব পেয়েছেন নুরুল আলম চৌধুরী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাসেম এতে স্বাক্ষর করেছেন।

কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধান শিক্ষক অরুণ কান্তি পাল।

এছাড়া জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ইসলাম মিঞা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মো. জামাল উদ্দীনকে কমিটিতে রাখা হয়েছে।

নতুন সভাপতি নুরুল আলম চৌধুরী কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে টংকাবতী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতির দায়িত্বে আছেন।