বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

ইরানে হামলা ‘পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি’: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ২৫ জুন ২০২৫ | ১১:১৯ পূর্বাহ্ন


গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় চালানো হামলায় দেশটির কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি, বরং তা মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে বলে একটি মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে।

বুধবার (২৫ জুন) সংবাদমাধ্যম সিএনএন চারজন মার্কিন কর্মকর্তার বরাতে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়, হামলাটি যুক্তরাষ্ট্র চালিয়েছিল। তবে এই মূল্যায়নটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে দেওয়া বক্তব্যের বিপরীত চিত্র তুলে ধরছে, যেখানে তিনি ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টিলিজেন্স এজেন্সির তৈরি করা ওই মূল্যায়নে বলা হয়েছে, হামলায় ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি এবং দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগই অক্ষত রয়েছে।

এর আগে মার্কিন সেনাবাহিনী দাবি করেছিল, ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলায় তারা ‘অসাধারণ সফলতা’ অর্জন করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি মাটির ২৬২ ফুট নিচে অবস্থিত এবং এটি ধ্বংস করতে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছিল।

তবে এই গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে হোয়াইট হাউজ ভিন্ন বক্তব্য দিয়েছে। প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অপমান’ করতে এগুলো ছড়ানো হচ্ছে।