শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবি অ্যালামনাই: বিভক্তি ভুলে ফজলুল-ফারুকীর নেতৃত্বে ঐক্যের ডাক মান্না-সিরাজের

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ জুন ২০২৫ | ১১:২১ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভক্তি নিরসনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।

শুক্রবার (২৭ জুন) বিকেলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বর্ধিত সভায় তারা দুজনই সব পক্ষকে মতভেদ ভুলে এস এম ফজলুল হকের নেতৃত্বাধীন নিবন্ধিত কমিটির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চাকসুর সাবেক জিএস মাহমুদুর রহমান মান্না বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ, উন্নয়ন ও অধিকারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পদ-পদবি ও ব্যক্তিস্বার্থ পরিহার করে এক পতাকাতলে আসতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন একটাই, আর সেটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত এই কমিটি।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করি। এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা দেশে-বিদেশে নেতৃত্ব দিচ্ছে।”

প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়ে যে বিভক্তি চলছে, তা এখনই সমাধান হওয়া দরকার। আমি সাবেক চাকসু ভিপি, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক ও ব্যারিস্টার মুন্তাসিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।”

সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক চাকসু ভিপি বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক আগামী ১৫ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি মিলনমেলা ও মেজবানের ঘোষণা দেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন নৌ সচিব মুহাম্মদ ইউসুফ, সাবেক চাকসু ভিপি এ এম সামশুজ্জামান হীরা, ভিপি মজহারুল শাহ চৌধুরী, এডিবি’র সাবেক পরিচালক ড. মাহফুজ উদ্দিন আহমেদ, সাবেক চাকসু জিএস আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ সগির আহম্মেদ, মুজতবা কামাল, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মহিউদ্দিন বাদল, মো. রেজাউল করিম, নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক সালাহউদ্দিন মো. রেজা, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দিদারুল আলম মজুমদার, মহিউদ্দিন শাহ আলম নিপু, প্রফেসর আবু তাহের চৌধুরী, শওকত আলী নূর, আকতার কামাল চৌধুরী, ড. নূরী আক্তার, এম.আর মিল্টন, নুরুল আলম কিরণ, যোবাইর হাসান মানিক, আফরোজা লাকী, আমির হোসেন মানু এবং অপু বৈদ্য।

সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপ, জব ফেয়ার, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মশালা, বৃত্তি প্রদান এবং বিশ্ববিদ্যালয়ে ‘ইউনূস চেয়ার’ প্রবর্তন ও ‘সোশ্যাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগ চালুর প্রস্তাবসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।