রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মার্কেটে অগ্নিকান্ডে দোকান কর্মচারী নিহত

| প্রকাশিতঃ ২৮ জুন ২০১৬ | ৭:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে বিপণী বিতান সেন্ট্রাল প্লাজায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মোঃ হাসান (২৮) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টাার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

নিহত হাসান নগরীর ডোবারপাড় এলাকার আবদুল জব্বারের ছেলে। তিনি সেন্ট্রাল প্লাজার অনুপম স্টোর নামের একটি সুতার দোকানে কাজ করতেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের চতুর্থ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। কিন্তু পাঁচতলা ভবনে পানি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়। এছাড়া ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হওয়া হাসানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি জানান, চতুর্থ তলার যেখানে আগুন লেগেছে সেখানে দরজির দোকান, জুতা, ব্যাগ ও কাপড়ের দোকান রয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কোন একটি দরজির দোকান থেকে আগুন লাগে বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, ধোঁয়ায় শ্বাসরোধের ফলে মুমূর্ষু হাসানকে হাসপাতালে ভর্তির পর বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোশতাক আহম্মেদ চৌধুরী বলেন, মার্কেটের তৃতীয় তলায় ৩৩টি দোকান রয়েছে। এর মধ্যে দরজির দোকান ১৮টি। ঈদকে সামনে রেখে এখন দরজির দোকানগুলোতে কাজের অনেক চাপ। ফলে অনেক দরজি বা কর্মচারী রাতে দোকানেই থাকতেন। তবে আগুন সকালে লাগায় মার্কেটে তখন ক্রেতা ছিল না।