
ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে খাগড়াছড়ির মানিকছড়িতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
সাবেক আওয়ামী লীগ সরকারের পতন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে আয়োজিত এই র্যালিতে শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিজয় র্যালিটি বের হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর, মহামুনি বাসস্ট্যান্ড ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে সকাল থেকেই উপজেলার চারটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে মূল শোভাযাত্রায় যোগ দেন।
সমাপনী বক্তব্যে নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ফাঁসি এবং প্রশাসনের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা স্বৈরাচারী কর্মকর্তাদের বিচারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম।