শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হাটহাজারীর রাজপথে জামায়াতের শোডাউন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে গণসমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে হাটহাজারী উপজেলা জামায়াতের আয়োজনে পৌরসদরের ডাকবাংলো চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী ও মো. মিজানুর রহমান, হাটহাজারী পৌরসভা আমির মাহমুদুল করিম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস এম রাশেদ, মো. ইসহাক ও আব্দুল আজিজ খান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আসলাম মোরশেদ, ফরহাদাবাদ আমির অধ্যাপক খোরশেদুল আলম এনাম, ধলই ইউনিয়ন সভাপতি মাওলানা রাকিবুল হোসাইন, মির্জাপুর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, নাঙ্গলমোড়া ইউনিয়ন সভাপতি মো এনায়েত উল্লাহ চৌধুরী, গুমানমর্দন ইউনিয়ন সভাপতি আবু তৈয়ব, ছিপাতলী ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন, চিকনদন্ডী ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট বরকত উল্লাহ কাওছার এবং মেখল ইউনিয়ন সভাপতি মো. জাফর ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সকলের অংশগ্রহণে ডাকবাংলো চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি হাটহাজারী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলোতে এসে উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।