রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আওয়ামী লীগ বাংলাদেশি দল ছিল না, তারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি: সালাহউদ্দিন

পার্বত্য চট্টগ্রামকে অশান্ত রাখতে ‘আন্তর্জাতিক চক্রান্ত’ চলছে: জামায়াত নেতা শাহজাহান চৌধুরী
শহীদুল ইসলাম বাবর | প্রকাশিতঃ ৯ অগাস্ট ২০২৫ | ৬:০১ অপরাহ্ন


বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ এবং জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তীব্র রাজনৈতিক বক্তব্য উঠে এসেছে। বিএনপি এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা দেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জন্য নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ এবং ‘আন্তর্জাতিক চক্রান্তকে’ দায়ী করেছেন, যা দেশের চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সিএইচটিআরএফ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগকে ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছিল না। তারা কোনোদিন বাংলাদেশিদের জন্য রাজনীতি করেনি।”

সদ্য ক্ষমতা হারানো দলটিকে ‘পতিত ফ্যাসিস্ট শক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি এই শক্তির বিরুদ্ধে একটি ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ দেশের সকল নাগরিকের জন্য একটি অভিন্ন পরিচয় প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, “আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। আমাদের জাতীয়তা বাংলাদেশি, আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে সবাইকে যেন পরিচয় দেই এবং এটিকে যেন আমরা ধারণ করতে পারি। সেটাই হবে আমাদের মূল ভিত্তি, জাতিকে এগিয়ে নেওয়ার জন্য মূল শক্তি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল রাখার পেছনে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ করেন।

তিনি দাবি করেন, “পাহাড়ে বসবাসকারী উপজাতীয়দের সাথে আমাদের বাঙালিদের কোনো সংঘাত নেই, ছিলও না কোনো বিরোধ। কিন্তু একটি আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার জন্য প্রায় সময় চক্রান্ত করে।”

জামায়াত নেতা শাহজাহান চৌধুরী পার্বত্য চট্টগ্রামের অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

সিএইচটিআরএফ-এর চেয়ারম্যান মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী।

এছাড়া আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকতুল্লাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কারবারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ফজল এবং লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও রাজনৈতিক নেতারা।

বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও জাতীয় নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন।