
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে চট্টগ্রামের পটিয়ায় প্রচারপত্র (লিফলেট) বিতরণ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।
গত শুক্রবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদাত আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় পটিয়া পৌর সদরের বিভিন্ন দোকান, মার্কেট ও সড়কে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সাদাত আহমেদ বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই।”
তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি গ্রামে এই কর্মসূচি পৌঁছে দেওয়া হবে।