মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার বিকল, ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ২:৪১ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন বিকল এবং ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার হারুয়ালছড়ি গ্রামের বাংলা বাজার সংলগ্ন একটি ইটভাটার পাশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ ও নদী-খাল মারাত্মক হুমকির মুখে পড়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”