
খাগড়াছড়ির মানিকছড়িতে দলের প্রয়াত দুই নেতা-কর্মীর অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা বিএনপি। এ ধরনের সহায়তা প্রতি মাসে অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে দলীয় অস্বচ্ছল নেতাকর্মীদের পরিবারের খোঁজখবর নেন বিএনপির সিনিয়র নেতারা। পরে তারা প্রয়াত বিএনপি নেতা আব্দুল মান্নান মেম্বার ও স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বারেকের পরিবারকে এই সহায়তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহরিয়ার বেলাল, উপজেলা যুবদলের সিনিয়or যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন এবং মানিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তফা।