মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

‘দেশী মাছে দেশ ভরি’ স্লোগানে ফটিকছড়িতে মৎস্য সপ্তাহ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৫ | ৭:১৪ অপরাহ্ন


‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের বিভাগীয় প্রধান (আইডিএফ) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ উদ্দিন ভূঁঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ এবং উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনউল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা।

বক্তারা দেশীয় মাছের উৎপাদন বাড়াতে জাটকা নিধন বন্ধ ও অভয়াশ্রম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং সফল মাছচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।