বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

হোয়াইট হাউসে উত্তপ্ত আলোচনার পর পুতিনকে ফোন ট্রাম্পের, ইউক্রেন নিয়ে নতুন মোড়?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৫ | ১১:০৮ পূর্বাহ্ন


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের মধ্যস্থতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক উত্তপ্ত কূটনৈতিক আলোচনার পর এই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। বৈঠকে জেলেনস্কি যেকোনো শান্তিচুক্তির অংশ হিসেবে মার্কিন সমর্থিত নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন। জবাবে ট্রাম্প যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিলেও ইউক্রেনকে সুরক্ষা দিতে সহায়তার আশ্বাস দেন, যদিও তিনি বলেন এর মূল ভার ইউরোপীয় দেশগুলোকেই বহন করতে হবে।

বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজন শুরু করেছেন, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় রূপ নিতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জও এই উদ্যোগের খবর নিশ্চিত করেছেন। চ্যান্সেলর মার্জ জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে, তবে পুতিন এমন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ‘সাহস দেখাবেন কিনা’ তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, পুতিন সরাসরি আলোচনার ‘ধারণাটির’ প্রতি আগ্রহ প্রকাশ করলেও বৈঠকের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

মাত্র এক সপ্তাহ আগে পুতিনকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিলেও আলাস্কায় বৈঠকের পর থেকে ট্রাম্পের সুর নরম হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ স্পষ্ট করেছেন যে, এই আলোচনায় রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত ছিল না।