মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বারবার জামিন পেয়েও ফের মাদক ব্যবসায়, অবশেষে ধরা পড়ল প্রদীপ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ অগাস্ট ২০২৫ | ৯:৩১ অপরাহ্ন


মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক ‘পেশাদার’ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের রাউজান থানার পুলিশ। প্রদীপ রুদ্র পাল (৪৭) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ইলিয়াছ খানের নেতৃত্বে একটি দল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে প্রদীপকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, “প্রদীপ রুদ্র পাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।” তিনি জানান, প্রদীপ এর আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করেন।

গ্রেপ্তারকৃত প্রদীপ একই এলাকার রুদ্র পাড়ার চিত্ত রুদ্র পালের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।