
চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলে ‘সাংবাদিক’ পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ; তার কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল আলম মুজাহিদ (৪২) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের পুটখালী ব্রিজ এলাকায় একটি চৌকি বসিয়ে তল্লাশি চালানো হয়।
তিনি বলেন, “এসময় ‘দৈনিক আজকের বসুন্ধরা’ স্টিকার লাগানো একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।”
পুলিশ জানায়, মোটরসাইকেল তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
একটি সূত্রের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, নুরুল আলম টেকনাফের বাসিন্দা হলেও বর্তমানে কক্সবাজার সদরের আলীর জাহান এলাকায় বসবাস করেন। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন। এর আগেও তিনি স্ত্রীর সঙ্গে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন।
পরিদর্শক সুধাংশু বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।