
দীর্ঘ পাঁচ বছর পর আগামী শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে এবং প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন আয়োজকরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, “সম্মেলনের প্রস্তুতি হিসেবে মাঠ পরিষ্কার, প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছে। লক্ষাধিক মানুষের সমাগম নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মেলন বাস্তবায়নের জন্য মূল কমিটি ও কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।”
তিনি জানান, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর ভুট্টোকে আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনা করবেন সদস্য সচিব এম মোবারক আলী।
এম মোবারক আলী বলেন, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সম্মেলন উদ্বোধন করবেন। প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
এর আগে সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। গত ৫ আগস্ট জেলা বিএনপি এনামুল হককে আহ্বায়ক ও এম মোবারক আলীকে সদস্য সচিব করে বর্তমান সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়।