মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ বাবা-ছেলেসহ আটক ৩

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৫ | ৬:৩৯ অপরাহ্ন


চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার কধুরখীল ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাবা- ছেলেও রয়েছেন।

আটককৃতরা হলেন উপজেলার কধুরখীল এলাকার আহমদ মিয়ার ছেলে মো. জাকির হোসেন (৭২), তার ছেলে মো. আরমান হোসেন জিশান (২৮) এবং গিয়াস উদ্দিনের ছেলে জুবাইদ হোসেন রাব্বি (১৭)।

সেনাবাহিনীর ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তলসহ মোট পাঁচটি অস্ত্র, দুটি লাঠি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে কধুরখীল এলাকায় সাধারণ মানুষকে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ইয়াবা বিক্রির মাধ্যমে এলাকার যুবসমাজকে বিপথগামী করারও অভিযোগ আছে।

তিনি আরও জানান, আটককৃতদের জব্দ করা মালামালসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।