মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাদকসেবীর দণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৫ | ৬:৪১ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই দিন ধরে চলা মাদকবিরোধী অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এ সময় মো. রেজাউল করিম, মো. ইউসুফ, মো. শাকিল ইসলাম এবং মো. জাহেদ হোসেন নামে চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউসুফকে তিন মাস এবং বাকি তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

এর আগে বুধবার উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে মো. রাসেল (১৯) এবং মো. নয়ন (১৯) নামে আরও দুইজনকে আটক করা হয়েছিল। আদালত তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।