মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

বিয়ের স্বীকৃতি অস্বীকার, চট্টগ্রামে তিন সন্তানের বাবার বিরুদ্ধে মামলা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৫ | ৭:২০ অপরাহ্ন


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১২ বছর ধরে সংসার করার পর এখন সম্পর্ক অস্বীকার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তিন সন্তানের এক জননী।

চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে বৃহস্পতিবার (২১ আগস্ট) খাদিজা আক্তার (৩৬) নামের ওই নারী তার স্বামী মোহাম্মদ জুবাইরুল ইসলামের (৩০) বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

আদালতের ভারপ্রাপ্ত বিচারক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি মামলাটি গ্রহণ করে এজাহার হিসেবে নথিভুক্ত করতে এবং তদন্ত করে ব্যবস্থা নিতে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল পারিবারিকভাবে ১৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে জুবাইরুলের সাথে খাদিজার বিয়ে (আকদ) সম্পন্ন হয়। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন এবং তাদের সংসারে ৯, ৬ ও ২ বছর বয়সী তিনটি পুত্রসন্তানের জন্ম হয়।

খাদিজার অভিযোগ, কক্সবাজারের পেকুয়া উপজেলার হাজী আমিন শরীফ মিয়ার বাড়ীর ফরিদুল আলমের ছেলে জুবাইরুল তাদের বিয়ের কাবিননামা রেজিস্ট্রি করতে গড়িমসি করছিলেন। সম্প্রতি তিনি কাবিননামা করার জন্য খাদিজার কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করেন।

বাদীর অভিযোগ, যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে জুবাইরুল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত ৯ মে, ২০২৫ তারিখে তিনি যৌতুকের দাবিতে খাদিজাকে মারধর করে চট্টগ্রাম নগরীর হাটহাজারী থানার পূর্ব ছড়ারকুলে তাদের ভাড়া বাসা থেকে বের করে দেন।

পরবর্তীতে, গত ৮ আগস্ট, ২০২৫ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোসের চেষ্টা করলে জুবাইরুল সকলের সামনে খাদিজাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। আরজিতে বলা হয়, জুবাইরুল তখন বলেন, “তোকে আমি কখনো বিয়ে করিনি, তুই আমার বউ না। তোকে ব্যাবহার করার প্রয়োজন ছিলো ব্যাবহার করেছি।”

এ নিয়ে বাড়াবাড়ি করলে খাদিজাকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আসাদুজ্জামান খান বলেন, “আসামি আইনসম্মতভাবে বিবাহিত, এই বিশ্বাস জন্মিয়ে দীর্ঘ ১২ বছর ধরে সহবাস করেছেন এবং তিন সন্তানের জন্ম দিয়েছেন। এখন তিনি সবকিছু অস্বীকার করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এটি দণ্ডবিধি আইনের ৪৯৩ (প্রতারণামূলক বিয়ে) এবং ৫০৬(২) (গুরুতর অপরাধ সংঘটনের হুমকি) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।”

মামলার সাথে অভিযোগকারী তার জাতীয় পরিচয়পত্র, তিন সন্তানের টিকা কার্ড এবং তাদের তোলা যৌথ ছবি আদালতে উপস্থাপন করেছেন।