মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

ব্যবসায়ীর বাড়িতে গুলি: গ্রেপ্তার ১, নেপথ্যে ৫০ লাখ টাকার চাঁদা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন ওই ব্যবসায়ী। বুধবারের ওই ঘটনায় বৃহস্পতিবার হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

ওসি বলেন, “ঘটনার পর বুধবার রাতেই ফটিকছড়ি থেকে প্রযুক্তির সহায়তায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় এখন প্রকাশ করা হচ্ছে না। জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।”

পুলিশ জানায়, বাড়ির মালিক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ১৫ দিন আগে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় গুলির ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি ধারণা করছেন। এছাড়া, গুলির ঘটনার পরও দুষ্কৃতকারীরা ওই ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং না করলে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয়।

গত বুধবার বেলা ১১টার দিকে মেখল ইউনিয়নে ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে এসে মুখোশধারী দুর্বৃত্তরা গুলি চালায়। এতে বাড়ির কাচের জানালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, তাজা গুলি ও গুলির ভাঙা অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।