শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গণতন্ত্র হাসছে, নজিরবিহীন নির্বাচন হবে: সালাহউদ্দিন আহমেদ

পিআর পদ্ধতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন সালাহউদ্দিনের
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ অগাস্ট ২০২৫ | ৯:৩৭ অপরাহ্ন


আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) নির্বাচন পদ্ধতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা এই পদ্ধতির কথা বলছেন, তাদের আসল উদ্দেশ্য ভিন্ন।

শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “অনেকে পিআর পিআর করে গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে কিছু পাওয়া। ভোট দেবে কে, নির্বাচিত হবে কে, সেটাই তাঁরা জানে না। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে, সে-ই নির্বাচিত হবে।”

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগের কিছু নেই, তা শেখ হাসিনা পালিয়ে প্রমাণ দিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে মন খুলে কেউ রাজনীতি করতে পারেনি। এখন সারা দেশে অনুকূল পরিবেশে গণতন্ত্র হাসছে।”

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, অধ্যক্ষ এসএম মনজুর এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে চকরিয়া উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মোবারক আলীকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভাপতি পদের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।