
চট্টগ্রামের তিনজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পরিকল্পিত অপপ্রচার’ চালানোর অভিযোগ উঠেছে, যার প্রতিবাদে তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম।
রোববার এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ওমর ফারুক এবং ঢাকা পোস্টের ব্যুরো ইনচার্জ মিজানুর রহমানের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে।
ফোরামের সভাপতি এসএম রানা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “একটি সংঘবদ্ধ চক্র জামায়াত ইসলামীর নাম ভাঙিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের কারণে তাদের মানহানি ও চরিত্রহননের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অসত্য, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে, তা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, মুক্ত গণমাধ্যমের অস্তিত্বের ওপরও সরাসরি হুমকি।”
বিবৃতিতে আরও বলা হয়, “সংবাদ প্রকাশের জবাব সংবাদ মাধ্যমেই দিতে হয়। কিন্তু মিথ্যা তথ্য ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের নীরব করানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘৃণ্য কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় পেশাদার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
ফোরামের পক্ষ থেকে এসব অপপ্রচারের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। দাবি মানা না হলে সারাদেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।