মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পটিয়ায় বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রচার, গণসংযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ অগাস্ট ২০২৫ | ৯:৩৪ অপরাহ্ন


দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে চট্টগ্রামের পটিয়ায় গণসংযোগ করেছে বিএনপি।

রোববার উপজেলার শান্তির হাট এলাকায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। এ সময় তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে সৈয়দ সাদাত আহমেদ বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি এখন সময়ের দাবি। জনগণ এই কর্মসূচিকে বরণ করে নিলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”

কর্মসূচিতে পটিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করা হবে।