
ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের চাকরিতে নিয়োগ ও পদমর্যাদা নির্ধারণসহ তিন দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
রোববার সকালে তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি কাপ্তাই সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীদের অতিরিক্ত সুবিধা ও কোটা দেওয়ার কারণে বিএসসি প্রকৌশলীদের সুযোগ সংকুচিত হচ্ছে। সরকারি চাকরিতে নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করতে হবে।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নবম গ্রেডে ন্যূনতম যোগ্যতা বিএসসি রেখে পরীক্ষার মাধ্যমে নিয়োগ, দশম গ্রেডকে কোটামুক্ত রেখে বিএসসি প্রকৌশলীদের জন্য সুযোগ সৃষ্টি এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ‘প্রকৌশলী’ পদবী ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা।