শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চকরিয়া উপজেলা বিএনপিতে এনামুল সভাপতি, মোবারক সম্পাদক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০২৫ | ১:২২ পূর্বাহ্ন


সম্মেলনের তিন দিন পর কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দুই সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে, যাতে সভাপতি হয়েছেন আলহাজ্ব এনামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম মোবারক আলী।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না মঙ্গলবার সন্ধ্যায় এ কমিটি অনুমোদন করেন বলে জেলা দপ্তর সম্পাদক ইউছুপ বদরী জানিয়েছেন।

দীর্ঘ পাঁচ বছর পর গত শনিবার চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনেই প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাধারণ সম্পাদক হিসেবে এম মোবারক আলীর নাম ঘোষণা করেছিলেন।

মঙ্গলবার নতুন সভাপতি হিসেবে প্রবীণ রাজনীতিবিদ এনামুল হকের নাম যুক্ত করে দুই সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হলো।