বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি যাচাই করতে কমিটি গঠন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ অগাস্ট ২০২৫ | ৫:০৯ অপরাহ্ন

বাংলাদেশ সরকার
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার না করাসহ তিন দফা দাবিতে আন্দোলন করছে বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা।

এছাড়া উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেয়াসহ সাত দফা দাবিতে আন্দোলন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

এই আন্দোলনের মধ্যেই প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি ও আন্দোলনের মধ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে বুধবার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

আট সদস্যের এই কমিটিতে আরো রাখা হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকেও।

এছাড়াও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর প্রতিনিধিসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও কারিগরি বোর্ডের প্রতিনিধিদেরও রাখা হয়েছে এই কমিটিকে।

সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি প্রকৌশল বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রতিবেদন জমা দিবে।

আগামী এক মাসের মধ্যে মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। এই কমিটি প্রয়োজনে নতুন সদস্যও যুক্ত করতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে।