বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

তিন দফা দাবি: চুয়েটে মশালমিছিল, সড়ক অবরোধ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ অগাস্ট ২০২৫ | ১২:১২ পূর্বাহ্ন


তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা মশালমিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

দেশব্যাপী প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়/ বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা/ মেধা, মেধা’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, বুয়েটের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি এবং সম্প্রতি ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

সরকারি চাকরিতে ‘বৈষম্য’ নিরসনে তাদের দীর্ঘদিনের তিন দফা দাবিগুলো হলো-

* নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে নিয়োগে বিএসসি ডিগ্রিসহ সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা।

* দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করা।

* বিএসসি ডিগ্রিধারী ছাড়া অন্যদের ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন করা।

বর্তমানে দশম গ্রেডে ডিপ্লোমা ডিগ্রিধারীরা পদোন্নতি পেয়ে সরাসরি নবম গ্রেডে সহকারী প্রকৌশলী হতে পারেন। অন্যদিকে বিএসসি ডিগ্রিধারীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নবম গ্রেডে প্রবেশ করতে হয়, যা নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন তারা।

আন্দোলনরত পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, “ছয় মাস ধরে ন্যায্য দাবি জানিয়ে আসছি, কিন্তু পূরণ হয়নি। আমাদের বোনকে ধর্ষণের হুমকিদাতাকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”