রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

এসএসসি-এইচএসসির বাড়তি ফি ফেরত দিতে নির্দেশ

| প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০১৭ | ১২:১৩ অপরাহ্ন

ঢাকা: এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফর্ম পূরণে নেয়া বর্ধিত ফি আগামী ৩০ দিনের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওযা হয়েছে। অন্যথায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্থগিত হয়ে যাবে মর্মে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ঢাকা শিক্ষাবোর্ডের আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান হাইকোর্টের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।