শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা, চকরিয়া যুবদলের হুঁশিয়ারি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০২৫ | ৭:৪০ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চকরিয়া পৌরসভা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভা করেছে। শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলা পরিষদ এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন নেতৃত্ব তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

চকরিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব জিয়া উদ্দিন বাবলুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আহ্বায়ক ও সদস্যসচিব বলেন, “যুবদলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে চাই। যারা দলীয় শৃঙ্খলা অমান্য করে সংগঠনের পরিপন্থী কাজ করবে, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবদলকে একটি আদর্শ সংগঠন হিসেবে তৈরি করতে সবাইকে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করতে হবে।”

মতবিনিময় সভায় চকরিয়া পৌর যুবদলের সিনিয়র নেতাদের পাশাপাশি পৌরসভার আওতাধীন ওয়ার্ডসহ ১১টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।