বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

জুলাই স্মৃতি ফুটবল: মতি নব দিগন্তকে হারিয়ে সেমিফাইনালে লিজেন্ড একাদশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৩৮ পূর্বাহ্ন


দর্শকে পরিপূর্ণ গ্যালারির মুহুর্মুহু করতালিতে মুখর পরিবেশে নাজিরহাট মতি নব দিগন্তকে ২-০ গোলে হারিয়ে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫’ এর সেমিফাইনালে উঠেছে ফটিকছড়ি লিজেন্ডস ফুটবল একাদশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় উপজেলার এই দুই শক্তিশালী দল।

খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় লিজেন্ডস একাদশের ৭ নম্বর জার্সিধারী স্ট্রাইকার সোহেলের লম্বা শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পুরো মাঠ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

জুলাই ঐক্য পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লায়ন মো. ফোরকানুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার মো. আবদুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন ডা. মো. সাইদুল ইসলাম সোহেল।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো. কামাল উদ্দিন চৌধুরী এবং সম্মানিত অতিথি ছিলেন কাজী মো. জাবেদ হোসেন।

অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সাইফুদ্দিন মো. এমদাদ (বাবু), মো. সেনাউল করিম, মো. আবু ছালেক, মো. সাখাওয়াত হোসাইন ও মো. শাহাদাত হোসাইনকে।

এ সময় অন্যদের মধ্যে ডা. মো. মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম (রাশেদ), মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শওকত ও ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জুলাই ঐক্য পরিষদের আহ্বানে গত ২২ আগস্ট নকআউট পদ্ধতিতে আটটি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।