বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে সভা: শিক্ষার্থীদের নানা প্রশ্ন, ছাত্রদলের বর্জন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ | ৮:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

সভায় প্রক্টরের পদত্যাগ, নির্বাচনী নিরাপত্তা ও প্রার্থীতার যোগ্যতাসহ নানা বিষয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। এর মধ্যেই কথা বলার ‘যথেষ্ট সুযোগ না দেওয়ার’ অভিযোগে সভা বর্জন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সভা বর্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন বলেন, আচরণবিধি নিয়ে শিক্ষার্থীদের অনেক প্রশ্ন থাকলেও নির্বাচন কমিশন কথা বলার কম সুযোগ দিয়েছে। তাই তারা সভা বর্জন করেছেন।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভায় জানানো হয়, আচরণবিধি নিয়ে যেকোনো মতামত বা আপত্তি লিখিতভাবে জানানো যাবে এবং প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

সভায় শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে চলমান অনশনের বিষয়টি উপেক্ষা করে আলোচনা সভা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে নির্বাচন কমিশন জানায়, সভাটি পূর্বনির্ধারিত হওয়ায় পেছানোর সুযোগ ছিল না। প্রক্টরের পদত্যাগের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখতিয়ারভুক্ত বলেও জানানো হয়।

এ সময় শিক্ষার্থীরা নির্বাচনে ‘স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরিদের’ অংশগ্রহণ, ডোপ টেস্টের পদ্ধতি, সাইবার সেল গঠন এবং নির্বাচনী নিরাপত্তার বিষয়েও প্রশ্ন তোলেন ও মতামত দেন।

শিক্ষার্থীদের আপত্তির মুখে নির্বাচন কমিশন প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়ে খসড়া আচরণবিধির একটি বিধি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়।

সভার শেষ পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের সব মতামত ও প্রশ্ন লিপিবদ্ধ করা হয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।”