
টানা ১২ বছর পর কক্সবাজারের মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, তবে নতুন নেতৃত্ব নির্বাচনের ভার ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ওপর।
শনিবার চকরিয়ার ইলিশিয়া এলাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনে ‘ধানের শীষকে’ বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারা।
মাতামুহুরী উপজেলা যুবদলের আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিশান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলীসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
সম্মেলনে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী বলেন, “বিগত ১৭ বছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় এবং ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে ১২ বছর সম্মেলন করা সম্ভব হয়নি। এতে নতুন নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ হয়েছিল।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, “সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করে প্রমাণ করতে হবে এই জনপদ সালাহউদ্দিন আহমেদের ঘাঁটি। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে এলাকায় ধানের শীষের পক্ষে গণজাগরণ সৃষ্টির জন্য কাজ করতে হবে।”
সম্মেলন শেষে সন্ধ্যায় কাউন্সিল অধিবেশনে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদের প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ওপর অর্পণ করেন এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন।