বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি

টেলিযোগাযোগ খাতে অবদানের স্বীকৃতি
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ৮:৪৪ অপরাহ্ন


টেলিযোগাযোগ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে রবি আজিয়াটা পিএলসি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত ‘দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার সহ দেশ-বিদেশের গবেষক ও করপোরেট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।