
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কক্সবাজারের পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পেকুয়া (চুসাপ)’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এক বছরের জন্য গঠিত এ কমিটিতে মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে সভাপতি এবং মোহাম্মদ কাইছারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈমা মনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাসফিকুর রহমান ছিদ্দিকী। কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাওন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার সম্পাদক হৃদয় মানিক এবং ছাত্রী বিষয়ক সম্পাদক তাসনিম জান্নাত নয়ন ও ফারজানা নাছরিন।
নতুন সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন তার প্রতিক্রিয়ায় সংগঠনের দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সহায়তায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার বলেন, “ফোরামের পূর্বের নির্ধারিত প্রোগ্রামগুলো ছাড়াও আমরা সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ নিব এবং সকলের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাব।”
২০২৩ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিষ্ঠাকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সহায়তা, নবীন বরণসহ বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কাজ করে আসছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা, যার মধ্যে আতিকুর রহমান, জান্নাতুন নাঈমা মনি, তাসফিকুর রহমান ছিদ্দিকী, মোহাম্মদ শাওন, হাবিবুর রহমান, ফরহাদুল ইসলাম, হৃদয় মানিক, তাসনিম জান্নাত নয়ন ও ফারজানা নাছরিনও রয়েছেন।