রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কারামুক্ত চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনি

| প্রকাশিতঃ ৩০ জুন ২০১৬ | ৬:১৫ অপরাহ্ন

ronyচট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় কারাগারের সমানে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে। ফুলের মালা দিয়ে তখন রনিকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে কারাগারের সামনে আনন্দ মিছিল হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল আলম বলেন, রনির বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনের কাগজপত্র বৃহস্পতিবার দুপুরে কারাগারে আসে। এরপর যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ মে দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ রনিকে আটক করে বিজিবি। এরপর প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদন্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করে হাটহাজারী থানা পুলিশ।

গত ২৫ মে দুই বছরের কারাদন্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন। এরপর অস্ত্র মামলায় রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছার আগেই গত ১৯ জুন অস্ত্র মামলায় রনির বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন কারামুক্তি পাননি রনি। এরপর গত ২৮ জুন অস্ত্র মামলায় রনিকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট।

নূরুল আজিম রণি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে রাজনীতিতে পরিচিত।