
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে সুফিবাদি-সংস্কৃতি পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ধর্মের সমন্বয়ে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করা জরুরি।
তারা বলেন, মুসলিম উম্মাহর পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো সেই আদর্শ থেকে দূরে সরে যাওয়া। মহানবী শুধু মুসলমানদের জন্যই নন, বরং সমগ্র মানবজাতির কল্যাণ ও শান্তির জন্য প্রেরিত হয়েছেন।
সংগঠনের আহ্বায়ক, লেখক ও গবেষক শাহজাদা ড. মোহাম্মদ আবদুল আজিম শাহের সভাপতিত্বে এবং সদস্যসচিব সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন শাহজাদা ইঞ্জিনিয়ার তিতুমির বান্না শাহ, সদস্য খ. ম. জামাল উদ্দীন, সাংবাদিক মিঠুন চৌধুরী, বিকাশের বিভাগীয় কর্মকর্তা ইমন কল্যাণ ঘোষ, প্রাবন্ধিক কাজী আহসান ইকবাল মঞ্জু, মাওলানা রবিউল ইসলাম, মানবিক সংগঠন শেকড়-এর প্রতিষ্ঠাতা এম এ হাশেম সিদ্দিকী, নিপকো বিল্ডার্সের চেয়ারম্যান মুহাম্মদ জামাল উদ্দিন, আরএসপিএন বিল্ডার্সের পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ ইনজামাম রিমেল এবং শাহজাদা সৈয়দ আসিফ কামাল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন এবং নাতে রাসূল পরিবেশন করেন মাওলানা আকিব রেজা।
এতে আরও উপস্থিত ছিলেন শাহজাদা আব্দুল করিম শাহ, আব্দুল হাকিম শাহ, শাহজাদা হাসানুল বান্না রাসমু, শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের সাংগঠনিক সদস্য আহসানুল্লাহ চৌধুরী বিভন, বলাই কুমার আচার্য, সাংবাদিক শ্যামল মজুমদার এবং প্রকাশক সঞ্জয় মজুমদার।
আলোচনা সভা শেষে মিলাদ, কিয়াম ও তবারক বিতরণ করা হয়। সবশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মতি ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি মাওলানা আব্দুল হালিম শাহ।