শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ফটিকছড়ি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ৯:০১ অপরাহ্ন


নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন হাজারো শিক্ষার্থী।

নবীনবরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জমান।

অধ্যক্ষ মোহাম্মদ আবদুল খালেক তার বক্তব্যে বলেন, “কলেজের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা প্রাণপণ চেষ্টা করছি। আশা করি উত্তর চট্টগ্রামে আমাদের এই কলেজ একসময় ইতিহাস সৃষ্টি করবে।”

অধ্যাপিকা মিতু বড়ুয়া ও অধ্যাপক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক জয়নাল আবেদীন পাঠান, অধ্যাপক সৌরভ কুমার সেনগুপ্ত, অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম এবং অধ্যাপক এন এম রহমত উল্লাহ।

ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন কে এফ সাইমুন, তাজ উদ্দিন জুয়েল, মো. এমরান, মো. মোস্তাকিম ও নাবিলা করিম।

একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসফিনা মাহেরীন সিক্তা তার অনুভূতি প্রকাশ করে বলে, “এই বর্ণাঢ্য আয়োজনে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। আশা করি কলেজের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আলোচনা সভা শেষে কলেজের নবীন শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।