
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ‘আশেকানে মাইজভান্ডারি শোকর এ মওলা মঞ্জিল’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই সভা, মিলাদ ও জিকির মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গবেষক মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী বলেন, “দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানবজাতি মুক্তভাবে আশ্রিত হতে পারে। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর আসন্ন ওরশ শরীফ হচ্ছে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত রহমতের দিন।”
তিনি আরও বলেন, “ওরশ শরীফে আশেকদের যে মিলনমেলা হয়, সেখান থেকে আমরা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নিতে পারি।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ। আলোচনায় অংশ নেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন।
সভায় মুহাম্মদ আজম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ এহসান উল্লাহ, মুহাম্মদ ওমর ফারুক এবং সৈয়দ শফিউল আজিম সুমন ওরশ শরীফ সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
শেষে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন সাগরের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।