বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অক্টোবরে নাশকতার ‘মাস্টারপ্ল্যান’, পাল্টা প্রতিরোধে পুলিশ

গোয়েন্দা সতর্কবার্তা, ‘আওয়ামী কানেকশনে’ চ্যালেঞ্জের মুখে বাহিনী
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৫ | ১২:৫১ অপরাহ্ন


গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে অক্টোবরেই দেশজুড়ে বড় ধরনের নাশকতার ‘মাস্টারপ্ল্যান’ করেছে বলে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে সতর্ক করেছে।

একাধিক গোয়েন্দা প্রতিবেদনের পর আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে বাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা ‘আওয়ামী কানেকশনধারী’ সদস্যদের নিয়ে চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একটি কোর গ্রুপ এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাদের লক্ষ্য, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর গুপ্ত হামলা, অপরাধীদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং ঢাকায় হঠাৎ বড় ধরনের জমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।

এ বিষয়ে অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “পরাজিত শক্তি নানাভাবে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে। দুর্গাপূজার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে, যাতে দেশের বাইরে থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

বাহিনীর ভেতরে চ্যালেঞ্জ

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বাহিনীর ভেতরে থাকা পুরোনো ‘আওয়ামীপ্রীতির’ কারণে কিছু সদস্য নিষ্ক্রিয় থাকছেন এবং কেউ কেউ অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করে দিচ্ছেন।

এই অভিযোগ প্রসঙ্গে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “এটা পুলিশের পুরোনো ব্যাধি। অধিকাংশ লোক পেশাদার হলেও দু-চারটা লোক ষড়যন্ত্র করে। দীর্ঘদিন একটা গোষ্ঠী ক্ষমতায় ছিল, তাদের আস্থাভাজন কিছু লোক ঘাপটি মেরে থাকতেই পারে। তবে এরা যাতে কোনো নেতিবাচক ভূমিকা রাখতে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।”

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার রেঞ্জের মধ্যে যদি কেউ এমন অপতৎপরতা ও ষড়যন্ত্র চালায়, তাহলে সবাইকে আইনের আওতায় আনব।”

পুলিশের পাল্টা পদক্ষেপ

নাশকতা ঠেকাতে পুলিশের সাইবার ইউনিটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে হঠাৎ হাজার হাজার নেতাকর্মী জড়ো করার একটি পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়ার পর পুলিশ পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে।

ডিএমপির একজন উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে গণজমায়েতের চেষ্টা করা হলে ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে অক্টোবর মাসের পরিকল্পনা সম্পর্কে ‘চাঞ্চল্যকর তথ্য’ পাওয়া গেছে। এ কারণে অক্টোবর মাস নিয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।