
দীর্ঘ ৭৬ বছর পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজকে সরকারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়, যা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।
কলেজটি সরকারীকরণের লক্ষ্যে আগামী ২১ অক্টোবর থেকে সব ধরনের নিয়োগ, পদোন্নতি ও সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত নাজিরহাট কলেজ উত্তর চট্টগ্রামের অন্যতম প্রাচীন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই সিদ্ধান্তের ফলে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, বরং আমাদের স্বপ্নের বাস্তবায়ন। সরকারি মর্যাদায় কলেজের শিক্ষার মান ও সুযোগ-সুবিধা আরও উন্নত হবে।”
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন চৌধুরী বলেন, “ঐতিহ্যবাহী এই কলেজটি সরকারি হওয়ায় আমাদের প্রজন্ম এর সুফল পাবে। আমরা খুবই খুশি।”
কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হামিদ সোহেল বলেন, “এই কলেজ অনেক আগেই সরকারি হওয়া প্রয়োজন ছিল। যার একান্ত প্রচেষ্টায় এটি সরকারি হলো, তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আজম। আমরা কলেজ পরিবার তার প্রতি কৃতজ্ঞ।”
হামিদ সোহেল, কামাল উদ্দিন চৌধুরী এবং রাকিবুল ইসলাম ছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ সিদ্ধান্তের ফলে এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।