
কক্সবাজারের চকরিয়ার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল অক্টোবর মাসকে ‘সেবা মাস’ হিসেবে ঘোষণা করেছে।
এ উপলক্ষে মাসব্যাপী হাসপাতালের বিভিন্ন সেবা ও পরীক্ষায় ছাড় দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এক সুধী সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
হাসপাতালের নির্বাহী চেয়ারম্যান ও সিইও মো. গোলাম কবির জানান, সেবা মাস উপলক্ষে চিকিৎসকের ফিতে ২০ থেকে ৫০ শতাংশ এবং সব ধরনের পরীক্ষায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবদুল করিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।
প্রধান অতিথির বক্তব্যে রুপায়ন দেব বলেন, “জমজম হাসপাতাল চকরিয়ার মতো মফস্বল শহরে উন্নত যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিপদাপন্ন মানুষের উপকারে আসছে। তাদের এই সেবা মাস ঘোষণার উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই।”
মো. গোলাম কবির তার স্বাগত বক্তব্যে বলেন, “২৯ বছর ধরে আমরা আধুনিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে সিটি স্ক্যান, ডায়ালাইসিসসহ বিভিন্ন উন্নত সুবিধা এবং ৩৫-৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের এখানে সেবা দিচ্ছেন।”
হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. ফয়জুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডা. নাসিমা আক্তার, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. হেনরিয়েটা গোমেজ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম খাঁন এবং হাসপাতালের পরিচালক ডা. মো. কামাল হোছাইন, এহছানুল আনোয়ার, জিএম রুকুন উদ্দীন, ফখরুল আনাম ও জাকারিয়া মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা জসিম উদ্দিন হেলালী।