
মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় ‘মেয়র আন্তঃ জেলা রেফারিজ ফুটবল ২০২৫’ টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনের ক্ষমতাবলে এই উপকমিটি গঠন করা হয়।
সংগঠনের আজীবন সদস্য মাহাবুব আলম রাজিবকে চেয়ারম্যান এবং আবদুস সালামকে সম্পাদক করে গঠিত এই উপকমিটি টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজ করবে।
আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে, যেখানে চট্টগ্রাম বিভাগের আটটি জেলার রেফারিদের দল অংশ নেবে।
উপকমিটিতে আরও রয়েছেন সানোয়ার হোসেন, আবু নসর, শাহরিয়া নাফিজ, এহসানুল হক শাওন, এডিশন চাকমা, হুমায়ন কবির সরকার, জামাল উদ্দিন এবং মো. রাকিব শরফউদ্দিন।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আলমগীর হোসেন, মাহবুব রহমান রাজিব, আবদুস সালাম, সানোয়ার হোসেন, আবু নসর, শাহরিয়া নাফিজ, এহসানুল হক শাওন, এডিশন চাকমা, হুমায়ন কবির সরকার, জামাল উদ্দিন এবং মো. রাকিব শরফউদ্দিন একযোগে কাজ করবেন।