বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চাকসু নির্বাচন: জরিপে ভিপি-জিএস পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেল

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনের জরিপ, যোগ্য প্রার্থীকে ভোট দেবেন ৮৭% শিক্ষার্থী
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫ | ৯:০৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল শীর্ষ তিন পদেই জয়ী হতে পারে বলে এক জরিপে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর পরিচালিত এই জরিপের ফলাফল নির্বাচনের আগের দিন মঙ্গলবার রাতে প্রকাশ করা হয়।

জরিপের চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম রনি পেতে পারেন ৫০.৩ শতাংশ ভোট, যেখানে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেতে পারেন ২২.৩ শতাংশ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব ৫১.৩ শতাংশ এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ১৭.৪ শতাংশ ভোট পেতে পারেন বলে জরিপে বলা হয়েছে।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না (৪০.৮ শতাংশ)। এই পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেতে পারেন ২৮.৪ শতাংশ ভোট।

জরিপের অন্যান্য তথ্য

৮ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে ৮০৩ জন শিক্ষার্থী অংশ নেন। জরিপে দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী প্যানেলের পরিবর্তে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াগুলোর মধ্যে রয়েছে আবাসন ও পরিবহন সমস্যার সমাধান, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, খাবারের মান বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কার।

জরিপের প্রাথমিক ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে যথাক্রমে ৫৮.৫%, ৫১% এবং ৫৭.২% ভোটার ‘সিদ্ধান্তহীন’ ছিলেন। তবে সোচ্চার-এর গবেষক দল একটি বিশেষ পদ্ধতিতে এই সিদ্ধান্তহীন ভোটারদের সম্ভাব্য ভোট বিশ্লেষণ করে চূড়ান্ত পূর্বাভাসটি দিয়েছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, সিদ্ধান্তহীন ভোটের ৪৬.৫ শতাংশ ছাত্রশিবির এবং ২৭ শতাংশ ছাত্রদল পেতে পারে।

জরিপের প্রাথমিক ফলাফলে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী রশিদ দিনার ৪.৫ শতাংশ এবং এজিএস পদে শাখাওয়াত হোসেন শিপন ২.৫ শতাংশ ভোট পেতে পারেন বলেও উল্লেখ করা হয়।