বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চাকসু: শিবির সমর্থিত প্যানেলকে জরিমানার খবর ‘সঠিক নয়’, জানাল কর্তৃপক্ষ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ অক্টোবর ২০২৫ | ৯:১২ পূর্বাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

বুধবার সকালে ভোটের দিন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমরা কাউকে আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে—এমন কোনো বক্তব্য দেইনি। আপনারা এমন তথ্য কোথায় পেলেন? আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।”

এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলটিকে জরিমানা করা হয়েছে।

এদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীও জরিমানার খবরটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। নির্বাচন কমিশন থেকে আমাদের এ ধরনের কোনো তথ্য জানানো হয়নি।”

উল্লেখ্য, আজ বুধবার দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।