বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

গণভোট নিয়ে বিএনপি ‘ব্ল্যাকমেইল’ করছে: চট্টগ্রামে জামায়াত নেতা নজরুল

নভেম্বরে গণভোট, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ অক্টোবর ২০২৫ | ৫:৫৬ অপরাহ্ন


গণভোটের সময় নিয়ে বিএনপি জাতিকে ‘ব্ল্যাকমেইল’ করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি তুলে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নগরীর বহদ্দারহাট মোড় থেকে মুরাদপুর পর্যন্ত আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর ৫ দফা ‘গণদাবি’ আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশে তিনবার গণভোট হয়েছে, যার মধ্যে দুইবার বিএনপির আমলেই। আর সেই ভোটগুলো আলাদাভাবেই হয়েছে। অথচ আজ তারা গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার দাবি করে রাজনৈতিক ব্ল্যাকমেইলে নেমেছে।”

তিনি ১৯৭৭ সালে জিয়াউর রহমানের আমলে অনুষ্ঠিত গণভোটের উদাহরণ টেনে বলেন, “সেই গণভোট জাতীয় নির্বাচনের অনেক আগেই হয়েছিল। তাহলে বিএনপি এখন কেন একসঙ্গে করার কথা বলছে?”

জামায়াত নেতা নজরুল তাদের দলের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। সেই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।”

তিনি ১৯৯১ সালের গণভোটের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “বিএনপি আজ সেই ইতিহাস ভুলে গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি তখন জাতীয় স্বার্থে বিএনপিকে সমর্থন না দিত, তাহলে তারা কখনো সরকার গঠন করতে পারত না।”

জামায়াতের ৫ দফা দাবির মধ্যে আরও রয়েছে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, ‘খুনি-লুটেরাদের’ বিচার দৃশ্যমান করা এবং প্রশাসন সংস্কার করে সব দলের জন্য সমান নির্বাচনী মাঠ তৈরি করা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি খায়রুল বাশার, মোহাম্মদ উল্লাহ, শামসুজ্জামান হেলালী, শ্রমিক নেতা এস এম লুৎফর রহমান এবং আমির হোসাইন।